valobasi

বাবা - আমার শ্রেষ্ঠ বন্ধু (জুন ২০১৬)

Motiur Rahman
  • ৬৮

আট বছরের একটি বাচ্চা ছেলে মনোযোগ দিয়ে ড্রয়িং রুমে বসে অংক করছিল, হঠাৎ বাবা বাচ্চা ছেলেটাকে জিজ্ঞাসা করল, বাবু তুমি তোমার আব্বুকে কতটুকু ভালবাস? উত্তরে সে একটু থেমে থেকে বলল ‘ভালবাসি’। বাবা আবার জিজ্ঞাসা করল কতটুকু ভালবাস? এবার ছেলেটি উত্তর দিল বাবা-মা দুজনকেই ভালবাসি। বাবা আবারও জিজ্ঞাসা করল বাবাকে কতটুকু ভালবাস, এবার ছেলেটি উত্তর দিল ১০০% ভালবাসি কিন্তু বাবা-মা দুজনকেই। আসলে বাচচাটি যে তার বাব-মা কে কতটুকু ভালবাসে তা ভাষায় প্রকাশ করতে পারছেনা।আবার বাবা মা কাউকে ছোটও করতে পারছেনা। এটাই ভালবাসা বা শ্রদ্ধাবোধ যা অন্তরে প্রকাশ, ভাষায় বোঝানো যায়না।

একদিন আমি ও আমার ছেলেকে বিছানায় শুয়ে জিজ্ঞাসা করলাম, বাবু আমি মরে গেলে কি তোমার খুব খারাপ লাগবে? সংঙ্গে সংঙ্গে সে কান্না শুরু করল, আর বলতে লাগল কেন আমি মরে যাব । তারপর অনেক চেষ্টা করে আমার ছেলের কান্না থামালাম। যে শিশু এখনও ঠিকমত বুঝতে শিখেনি কেন বাবাকে তার প্রয়োজন বা বাবার ভূমিকা কি তার জীবনে অথচ বাবা মরে যাবে শুনে কান্নাকাটি করে, এটাই বাবার প্রতি সন্তানের অকৃত্রিম ভালবাসা।

অনেকদিন পর বাবাকে নিয়ে লিখতে বসেছি। আমার ছেলে যেমন বাবাকে কখনও হারাতে চায়না, ঠিক আমিও কখনো চায়নি আমার বাবা হারিয়ে যাক আমাদের মাঝ থেকে। কিন্তু নিয়তির করুন পরিহাস আমরা তাকে হারিয়ে ফেলেছি। বাবা কি? এটা আমরা তখনিই পরিপূর্ন ভাবে বুঝতে পারি, যখন আমরা নিজেরা বাবার ভূমিকায় আবত হয়।

আমাদের সন্তানরা যখন অসুস্থ থাকে, তখন সব বাবা-মায়েরাই সারা-রাত ঘুমাতে পারেনা সন্তানের চিন্তায়। সন্তানেরা যদি বলে বাবা পেটে ব্যাথা, চোখে ব্যাথা, মাথায় ব্যাথা অমনি বাবা-মায়েরা চিন্তায় অস্থির হয়ে পড়ি এই ভেবে, যে আমার সন্তান কতই না কষ্ট পাচ্ছে ব্যাথায়।ঠিক এমন চিন্তিত আমাদের বাবারাও আমাদের জন্য হত। হয়ত প্রকাশটা হত ভিন্ন।বাবা হয়েছি বলেই আজ বুঝি ও ভালবাসা শ্রদ্ধায় মাথা নুয়ায়।

বাবার হাত ধরে হাটি হাটি পা করে সব সন্তানেরই জীবন শুরু হয় তারপর বাবার ভাষায় কথা বলা চলা সবকিছু। একজন বাবা হয় সন্তানের আদশ। পৃথিবীর সব বাবাই সন্তানের ভাল চিন্তা করে। তাদের উপদেশ, আদেশ বা নিষেধ সবটাই সন্তানের জন্য আশিবাদ। অথচ কৈশর পেরিয়ে যৌবনে পা দেওয়া মাত্রই অনেক সন্তানেরই বাবার উপদেশ বা আদেশ খুব একটা ভাল লাগেনা। মনে করে বাবারা সেকেলে বা ব্যাকডেটেড। সে সন্তানেরা আসলেই অভাগা যারা যৌবনে বাবা-মায়ের আদেশ মেনে চলেনা। বাবা তুমি আজ নেই আমাদের মাঝে, কিন্তু আমি ক্ষমাচাচ্ছি তবুও তোমার কাছে।

প্রত্যেকের ব্যাক্তিগত জীবনে দু-একজন খুব কাছের বন্ধু থাকে। তারা অবশ্যই খুব ভাল বন্ধু হয়, কিন্তু পিতা যদি কারও ভাল বন্ধু হয় তাহলে সে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ বা নারী। কারন পিতার বন্ধুত্ব একমুখী যার কোন বিনিময় হয়না। পিতা শ্রদ্ধেয়, মাননীয়, পূজনীয়,সন্মানীয় সাথে পরম বন্ধুও।


আমার জীবনে বাবা আমার সবচেয়ে ভাল বন্ধুছিল। যার সাথে আমি আমার জীবনের সবকিছু শেয়ার করেছি ।আমার যা চাহিদা ছিল , আমার পিতা সেটা পূরন করেছে যা আমি পারিনি। পারিনি আমি ভাল ছাত্র হতে, ভাল রেজাল্ট করতে। বাবার মনের মত হতে না পারলেও যখন বাবার জন্য সামান্য কিছু করার সামথ অর্জন করলাম তখন বাবা আর আমাদের মাঝে নেই।

বাবা তোমার প্রতি আমার ভালবাসা, কৃতজ্ঞতা কিভাবে ব্যাত্ত করব , আমার ৮ বছরের ছেলের মত বুঝতে পারিনা। শুধু জানি আমি ভালবাসি ও বাসব। তুমি ওপার থেকে তোমার সন্তানদের জন্য দোয়া করিও। তোমার যা অপূর্নতা আমরা যেন তা পূরন করতে পারি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নিয়াজ উদ্দিন সুমন প্রিয় মতি ভাই, পড়েছি আপনার ভালবাসার অনুভুতি....
আহা রুবন লেখাটা পড়ে আমার বাবার কথা মনে পড়ছে। আমি তাকে হারিয়েছি যখন আমার বয়স সারে তিন। দু একটি ঘটনাই শুধু মনে আছে। কিন্তু তাই কত মধুর! শুভ কামনা রইল।

২৪ মে - ২০১৬ গল্প/কবিতা: ০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪